ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়ন পরিষদের ২নং সংরক্ষিত(৪.৫ ও ৬নং ওয়ার্ড) আসনের সদস্য পদে উপ-নির্বাচনে আগামী ১৫ জুন বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আমাগী ১৭ মে’ মঙ্গলবার। ইউনিয়নের সংরক্ষিত এই আসনে মহিলা মেম্বর ফিরোজা বেগম জয়লাভের মাত্র ছয়দিনের মাথায়(২৬ সেপ্টেম্বর) মৃত্যুবরণ করলে আসনটি শুন্য হয়ে যায়।যোগীপোল ইউনিয়ন পরিষদের সচিব আছমা খাতুন জানায়, দিঘলিয়ার যোগীপোল ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০২১ সালের ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইউনিয়নে ২নং সংরক্ষিত(৪,৫ ও ৬নং ওয়ার্ড) আসনে ফিরোজা বেগম (কলম), মোছা. সেলিনা বেগম (বগ) এবং পারভীন বেগম বই প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ফিরোজা বেগম ১৪০৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। জয়লাভের মাত্র এক সপ্তারের মধ্যে তার মৃত্যু হলে নিয়ম অনুযায়ী আসনটি শুন্য হয়ে যায়। আগামী ১৫ জুন সংরক্ষিত এই আসনটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দিঘলিয়া উপজেলা রিটার্নিং অফিসের কার্যালয় সুত্রে জানাগেছে, দিঘলিয়ার ৬নং যোগীপোল ইউনিয়নের ২নং সংরক্ষিত আসনের পদটি শুন্য হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী সংরক্ষিত এই আসনের সদস্য পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণের জন্য আগামী ১৫ জুন বুধবার নির্ধারিত হয়েছে। নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীরা আগামী ১৭ মে’২০২২ মঙ্গলবার অফিস চলাকালিন সময় পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ১৯ মে বৃহস্পতিবার এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৬ মে বৃহস্পতিবার । সংরক্ষিত এই আসনটির উপ-নির্বাচনে অংশগ্রহণের জন্য গতকাল ১৫ মে’ রবিবার পর্যন্ত সাহারা জলি খানম ও মোছা. সেলিনা বেগম নামের দুইজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে বলে রিটার্নিং কার্যালয় সুত্রে জানাগেছে। এদিকে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনের তারিখ ঘোষনার পর থেকে সাবেক মেম্বর মৃত ফিরোজা বেগমের মেয়ে সাহারা জলি খানম সংরক্ষিত এই আসনে প্রাথী হিসাবে জোরেসোরে মাঠে কাজ করছেন। নির্বাচনে অংশ নিচ্ছেন গত নির্বাচনে দ্বিতীয় অবস্থানে থাকা সেলিনা বেগম এবং মনিরা বেগম। মৃত ফিরোজা বেগমের মেয়ে সাহারা জলি খানম বলেন, আমার মা ফিরোজা বেগম টানা দুই ট্রাম নির্বাচনে জয়লাভ করেন। একজন জনপ্রতিনিধি হিসাবে আমার মায়ের পাশে থেকে সর্বদা আমি ইউনিয়নবাসির সেবা করে আসছি। র্দীর্ঘদিন ধরে আমি ইউনিয়নের নাগরিক সেবায় আমি নিজেকে সম্পৃক্ত রেখেছি। সকলের সহযোগিতা পেলে আমি আমার মায়ের আদর্শ অনুযায়ী সেবামূলক কাজ আন্তরিকতা এবং দক্ষতার সাথে চালিয়ে যেতে চাই। গত নির্বাচনে দ্বিতীয় অবস্থানে থাকা মোছা. সেলিনা বেগম জানায়, গত নির্বাচনে সামান্য ভোট ব্যবধানে আমি জয়লাভ করতে পারিনি। কিন্তু জয়লাভ না কলেও আমি ইউনিয়নের জনসাধারণের সেবা করে আসছি। আশা করি এ নির্বাচনে ভোটারগণ তাদের কাংখিত ভোটটি আমাকে দিয়ে তাদের সেবা করার সুযোগ করে দিবে। অপর প্রার্থী মনিরা বেগম জানায় ওয়ার্ডবাসির সুখে দু.খে পাশে ছিলাম আগামীতে থাকবো। ওয়ার্ডবাসীর ইচ্ছায় আগামী নির্বাচনে অংশগ্রহনের জন্য আমি আজ সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করবো। তিনি নিজেকে আওয়ামী লীগের একজন দায়িত্বশীল কর্মী দাবি করে বলেন ওয়ার্ডবাসী আমাকে সুযোগ দিলে সরকারি সকল অনুদানের সুষ্ঠ বন্টন ও ওয়ার্ডের উন্নয়নে সর্বোচ্চ চেষ্ঠা চালিয়ে যাব।দিঘলিয়া উপজেলা নির্বাচন অফিসার(অ.দা.) ও রিটার্নিং অফিসার সৌমেন বিশাস ছন্দ বলেন, নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ অনুযায়ী, দিঘলিয়ার ৬নং যোগীপোল ইউনিয়নের ২নং সংরক্ষিত(৪.৫ ও ৬নং ওয়ার্ড) আসনের সদস্য পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। ৪নং ওয়ার্ডের ফুলবাড়ী বি.কে সরকারি প্রাথমিক বিদ্যালয়, যোগীপোল ইউনিয়ন পরিষদ ও যাব্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি জানায় এই উপনির্বাচনে ইভিএম নয় ব্যলোট পেপারে ভোটগ্রহণ হবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নের গতকাল ১৫ মে’ রবিবার পর্যন্ত দু’জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যোগীপোল ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড নিয়ে সংরক্ষিত এই ২ আসনটির মোট ভোটার সংখ্যা ৬ হাজার ১৩৩ এর মধ্যে মহিলা ভোটার ৩হাজার ১৮২ জন এবং পুরুষ ভোটার ২ হাজার ৯৫১জন।উল্লেখ্য ২০২১ সালের ২০ সেপ্টেম্বর যোগিপোল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত (৪.৫ ও ৬) ওয়ার্ডের মহিলা মেম্বর হিসাবে ফিরোজা বেগম জয়লাভ করে। তিনি নির্বাচনে জয়লাভের মাত্র এক সপ্তাহের মধ্যে ২৬ সেপ্টেম্বর অসুস্থজনিত কারণে ইন্তেকাল করেন।