অঞ্জন লাল মহাজন, চট্টগ্রাম :শুক্রবার ২০ই মে, আনুমানিক সকাল ৯ঘটিকায় এই দূরঘটনা ঘটে, হাটহাজারী থেকে কক্সবাজার যাওয়ার পথে,পটিয়া ছিলসাহা মারকেট এরিয়া সড়কে লবন বোঝাই পিছিল সড়কে বাস গারির সাথে ধাক্কা লেগে ঘটনাস্তলে, জয়নাল আবেদীন নামে একজন সাথে সাথে মারা যায় এবং মোহাম্মদ জব্বার গুরুতর আহত হয়,, তাদের বাড়ি এড়িয়া,, হাটহাজারী পৌরষবা এলাকা খেরু পাড়ায় অবস্তিত, এরা মোট আট বাইকার সবাই মিলেমিশে দল বেধে কক্সবাজার ঘুরতে যাচ্ছিল আনন্দের মিছিল নিয়ে আজ ফিরে এলো মৃত্যুর মিছিল নিয়ে,শোকাহত পরিবারের অভিভাবকদের, মুখে বলা কথা সফল পরিবারের কাছে আকুতি তাদের ছেলে সন্তান যেন লং ড্রাইভে না যায় এবং বেপরোয়া গাড়ি না চলায় প্রতিটা পরিবার অকাল শোকের ছায়া, যেন আসতে নাপারে এই৷ লক্ষ দৃষ্টি রাখবেন,, এই কামনা সবার কাছে।