আলমগীর ইসলাম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের কুড়িপাড়ায় ২৩/০৫/২২ ইং তারিখে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার রিজওয়ানুল বারী রনি, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আলমামুন, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, উপসহকারী কৃষি কর্মকর্তা সহ কৃষকবৃন্দ।এসময় প্রকল্পের মনিটরিং অফিসার রিজওয়ানুল বারী বলেন, আমাদের প্রকল্পের মূল লক্ষ্য কৃষক পর্যায়ে বীজ ব্যবসায়ী কিংবা উদ্যোক্তা তৈরি করা যার মাধ্যমে খুব সহজে কৃষক পর্যায়ে বীজের চাহিদা মেটানো সম্ভব। এ জন্যে প্রকল্পের আওতায় কৃষকদের ক্লাসের মাধ্যমে ধানের বীজতলা থেকে পুরো জীবনচক্রে কখন, কিভাবে কোন প্রযুক্তি ব্যবহার করে ভালো বীজ উৎপাদন করা যাবে তা প্রশিক্ষণ দেওয়া হয়। সেই সাথে বীজ সংরক্ষণ ও বিতরণ করার জন্যে কৃষকদের মাঝে উপকরণ দেওয়া হয় যার মাধ্যমে কৃষক খুব স্বাচ্ছন্দ্যে বীজ প্যাকেট করে বিক্রি করতে পারে। এজন্যে কৃষকদের নিবন্ধন করে বীজ ব্যবসায় তাদের আইনগত বৈধতা দেওয়া হয়।ফুলপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মোট ২৩ টি কৃষক দল রয়েছে যারা ইতোমধ্যে ভালোমানের বীজ উৎপাদনে সক্ষম হয়েছে।