আরিফুজ্জামান চাকলাদার আপেল: আলফাডাঙ্গা প্রতিনিধিঃ
মধুমতি নদী থেকে বস্তাবন্দি ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
২২ নভেম্বর রবিবার বিকাল ৪ টায় দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের পাচুড়িয়া বাঁশতলা বাজারের ঈদগাহের উত্তর পাশে মধুমতি নদী থেকে -পুলিশ মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরনে কালো লুঙ্গি ও হলুদ ফুল হাতা গেঞ্জি রয়েছে। তবে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না বোঝা যাচ্ছে না।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে জানা গেছে।
ওসি রেজাউল করিম বলেন, সংবাদ পেয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।
এ ঘটনায় থানায় একটি মামলা প্রস্তুতি চলছে।