মোঃ রুহেল আহম্মেদ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার ফার্শিপাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় ও পৃষ্ঠপোষকতায় উমার ইউনিয়ন ও জাহানপুর ইউনিয়নের (অনূর্ধ্ব ১৭) খেলোয়াড়দের নিয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গনপতি রায়ের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ফাইনাল খেলা উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মো. শহীদুজ্জামান সরকার।এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন. সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো ওবায়দুল হক সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী, জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ফাইনাল খেলায় ট্রাইবেকারে উমার ইউনিয়নকে হারিয়ে জাহানপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয় ।