অঞ্জন লাল মহাজন, হাটহাজারী উপজেলা প্রতিনিধি : আজ রোজ শুক্রবার ২৭মে২০২২ বেলা ১২ ঘটিকায়, চট্টগ্রাম উত্তর জেলা, আসকার দিঘীর পাড়, রিমা কনভেনশন সেন্টারে হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১০ম বার্ষিক সম্মেলন,অনুষ্ঠিত হয়, উক্ত সম্মেলনে, উদ্বেধক , এডভোকেট রানা দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি,প্রধান অতিথি, ডঃ নিমচন্দ্র ভৌমিক,সভাপতি কেন্দ্রীয় কমিটি, প্রধান বক্তা, এডভোকেট সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় কমিটি, বিষেশ অতিথি বৃন্দ,প্রকৌশলী পরিমল চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় কমিটি, প্রফেসর ডঃ জিনবোদি ভিক্ষু, প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় কমিটি, শ্রী মিলন দত্ত,প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় কমিটি, শ্রী শ্যামল পালিত, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, এডভোকেট নিতায় প্রসাদ ঘোষ,সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, সভাপতিত্ব করেন, রণজিৎ কুমার দে, সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা, কমিটি।এতে প্রধান বক্তা বলেন, আসুন আমরা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ,, ভাবে ধর্ম রাজ্য এবং , সুশীল সমাজ গড়ে তুলি এই দেশে আর থাকবেনা বিভেদ, আমাদের মাঝে থাকবেনা ভুল বোঝাবুঝি যেমন আমরা সবাই একি মায়ের সন্তান,, এইদেশও আমদের, এই দেশের মাটিও আমাদের,, এবং ধর্মও আমদের, ভাবলে সব কিছু এক ধর্মও এক ধর্ম কখনও বহু নয় ধর্ম এক, কিন্তু চিন্তা চেতনা বহু, এই ভাবনা মাথায় নিয়ে চল্লে আমরা সবাই কেউ দুঃখের কারণ হতে হবেনা,, ও একি ঘরের সন্তান হয়ে সমাজও দেশও দশের জন্য ভালো কিছু আশা করা সম্বব।