রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারের ব্যবসায়ী দয়াল নন্দীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন মহল। আজ শুক্রবার অনুমানিক ভোর সকাল ৬ ঘটিকায় বাঙ্গালহালিয়া বাজারে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তার বয়স ছিল ৫৫ বছর ।স্ত্রী, এক ছেলে তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।সে দীর্ঘ দিন ধরে হ্নদরোগ আক্রান্ত হয়ে বাংলাদেশ সহ দেশের বাহিরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাঙ্গালহালিয়া বাজার চৌধুরী থোয়াইসুইখই মারমা, ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, ইউপি সদস্য শিমুল দাস, বাপ্পী দেব,বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি পুলক চৌধুরী, সাধারণ সম্পাদক অরুণ সেন, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দক্ষিণেশ্বর কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি অমর নাথ টিকলু,প্রিয়লাল দত্ত, সাধারণ সম্পাদক রিটন দত্ত,লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি হারাধন দাস,স্থানীয় সাংবাদিক সহ বাজারে ব্যবসহীবৃন্দ, শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।