স্বাধীনতার ৫০ বছর পর এবার বাংলাদেশ প্রবেশ করল কালোটাকা সাদা করার নতুন এক অধ্যায়ে। এর আগে প্রতিবারই দেশের মধ্যে থাকা কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। গাড়ি-বাড়ি কিনেও কালোটাকা সাদা করা গেছে। কিন্তু এবারই প্রথম পাচার করা অর্থ বা সম্পদের ঘোষণা দিয়ে তা সাদা করার সুযোগ দেওয়া হলো। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ ঘোষণা দিয়েছেন। ঘোষণা অনুযায়ী, কেউ যদি বিদেশ থেকে অর্থ আনেন, তাহলে ৭ শতাংশ কর দিলেই হবে। আর বিদেশে অবস্থিত স্থাবর সম্পত্তি বাংলাদেশে না আনলে ওই সম্পদের মূল্যের ওপর ১৫ শতাংশ এবং বিদেশে অবস্থিত অস্থাবর সম্পত্তি বাংলাদেশে না আনলে এর ওপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে। আগামী ১ জুলাই থেকে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত অর্থাৎ এক বছরের জন্য এই সুবিধা বহাল থাকবে।