মোঃ ফজলুর রহমান,ঠাকুরগাঁওঃ
গেল মার্চ মাসের শেষের দিকে এক টিভি শো তে ভারতীয় জনতা পার্টির ( বিজেপি) নেত্রী নুপুর শর্মা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারকে নিয়ে আপত্তি জন্য কথাবার্তা বলেন। এর কিছুদিন পর বিজেপি নেত্রীর অবমাননাকর বক্তব্যটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং যা দেখে বিশ্বের সকল মুসলিম সম্প্রদায় নুপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলেন।মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ (কুয়েত,কাতার,আরব) বিভিন্নভাবে ভারতের বিজেপি নেত্রির বক্তব্যের প্রতিবাদ জানান। প্রতিবাদ জানাতে বাদ যায় নি বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের সনগাঁও এলাকাবাসীরও। সনগাঁওবাসীও ১২ জুন (রবিবার) বাদ আসর সনগাঁও গ্রামের বিভিন্ন বয়সের ও বিভিন্ন পেশার সহস্রাধিক মানুষ বিজেপি নেত্রির অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।বিক্ষোভ মিছিলটি সনগাঁও বাজার থেকে শুরু হয়ে পুরো গ্রাম ও কোয়াটোল চৌরঙ্গী বাজার প্রদক্ষিণ করে আবার ফিরে এসে সনগাঁও বাজারে শেষ হয়। মিছিল শেষে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের শান্তির জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচিটির সমাপ্তি ঘোষণা করা হয়।