দিঘলিয়া থানা প্রতিনিধি মোঃ শামীম শেখ দৈনিক শিরোমণিঃ সন্ত্রাসীদের হামলায় বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন গুরুতর জখম খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব গাজী জাকির হোসেন আড়ুয়া থেকে মটর সাইকেলে ফেরার সময় বোয়ালের চর থেকে আসলে ৮/৯ জন সন্ত্রাসী মোটরসাইকেলের গতি রোধ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলো পাতারি যখম করে খালে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী তাকে উদ্ধার করে সিটি মেডিকেল কলেজ ভর্তি করে। ঘটনা শুনতে পেরে দিঘলিয়া থানার প্রশাসন ঘটনাস্থল পরিদশন করে। বারাকপুর ইউনিয়নের শান্তি ফিরিয়ে আনতে পুলিশ মোতায়ন করে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।