ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রতিনিধি শেখ মিহাদঃ ব্রাহ্মণবাড়িয়া,নবীনগর পৌর এলাকার ০১ নং ওর্য়াডের আলমনগর গ্রামের বাসিন্দা নিপিন্দ্র সূত্রধর (৬০) ১৩-জুন- ২০৩২ খ্রিঃ বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু বরণ করেন।ঘটনাটির সততা নিশ্চিত করেন মোবাইল ফোনে উনার বড় ছেলে পিয়াস সূত্রধর (২৫)।পিয়াস বলেন আমার বাবা সকালে গবাদি পশুর জন্য বিলে ঘাস কাটতে গেলে বিষাক্ত সাপ কামড় দেন।পরে আমরা নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোগী কে কুমিল্লাতে প্রেরন করেন।কুমিল্লা যাওয়ার পথিমধ্যে আমার বাবার মৃত্যৎ হয়।এই দিক দিয়ে রোগীর পরিবার দাবি করেন সরকারি হাসপাতালে সাপের ওষুধ না থাকায় আমার বাবা কে কুমিল্লাতে নিতে হয়েছে, যা কাম্য নহে।একটি থানা সদর সরকারি হাসপাতালে সাপের কামড়ের ভ্যাকসিন না থাকা টা কিভাবে আমরা মেনে নেবো।এই বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে থানা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান বলেন,,,সাপের কামড়ের এন্টিভেনম নামের ভ্যাকসিন সরবরাহ ছিল না বলে আমরা রোগী কে ভ্যাকসিন দিতে পারিনি।দ্রুত আমরা পর্যাপ্ত ভ্যাকসিনের সরবারহের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ কে অবগত করবো।