বিল্লাল হোসেন সোহাগ,শেরপুর প্রতিনিধি:শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়ন পরিষদে ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ১৩ জুন সোমবার দুপুর ১২ ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত বাজেট সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল মিয়া।ইউনিয়ন পরিষদের সচিব খাজা মো. বাকী বিল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খড়িয়াকাজিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমএ খালেক, উপজেলা মনিটরিং অফিসার মকবুল হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সুলতান মাহমুদ, খড়িয়াকাজিরচর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জহুরুল হক, প্রমুখ।বাজেট অধিবেশনে সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মো. দুলাল মিয়া বলেন, প্রতি বারের ন্যায় এবারো ইউনিয়নের জনগণ উন্মুক্তভাবে বাজেট অধিবেশন দেখলো। আমি আমার সময়কালে সকল আয় ব্যায়ের হিসাব সবার সামনে প্রকাশ করে কাজ করতে চাই। সবার প্রিয় মানুষ, প্রিয় চেয়ারম্যান হয়ে থাকতে চাই। এসময় তিনি সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে ইউনিয়ন পরিষদ সচিব খাজা মো. বাকী বিল্লাহ ইউনিয়নের জনগণের সামনে ২০২২-২৩ অর্থ বছরের জন্য ১ কোটি ৯৪ লক্ষ ৫২ হাজার ছয়চল্লিশ টাকার বাজেট উন্মুক্ত ভাবে ঘোষণা করেন। এসময় ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য, মহিলা সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।