বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির প্রকোপ থাকতে পাঁচজন বদলি খেলোয়াড় মাঠে নামানোর অস্থায়ী নিয়ম চালু করেছিল ফিফা। দোহায় আজ ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) বৈঠকে নিয়মটি স্থায়ী রূপ পেল। শীর্ষ স্তরের ফুটবলে এখন থেকে পাঁচজন বদলি নামানোর নিয়মটি অনুমোদন করেছে আইএফএবি ও ফিফা। এ ছাড়া নভেম্বরে অনুষ্ঠেয় কাতার বিশ্বকাপ থেকেই দেখা যেতে পারে ‘সেমি–অটোমেটিক’ অফসাইড সিস্টেম। এই প্রযুক্তি কাতার বিশ্বকাপে ব্যবহার করার খুব কাছাকাছি রয়েছে বলে জানানো হয়।ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘ফুটবলের সঙ্গে জড়িত সবার শক্ত সমর্থনের ভিত্তিতে’ বদলির নিয়ম পাল্টানো হয়েছে। আইএফএবির বার্ষিক এই বৈঠক শেষে ইনফান্তিনো জানিয়েছেন, ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে সেমি–অটোমেটিক অফসাইড প্রযুক্তি ব্যবহার করা হবে কি না, তা বিশেষজ্ঞরা ঠিক করবেন।অফসাইড নিয়ে বিতর্কের শেষ নেই। গত ২৮ মে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ফাইনালেই করিম বেনজেমার বাতিল হওয়া গোলটি আসলেই অফসাইড ছিল কি না, তা নিয়ে এখনো বিতর্ক হয়। সংবাদ সংস্থা এএফপি কাল জানিয়েছে, অফসাইড নিয়ে নিখুঁত সিদ্ধান্ত দিতে এই প্রযুক্তিতে অপটিক্যাল ট্রাকিং সিস্টেম ব্যবহার করা হবে। ইনফ্রারেড মার্কারের মাধ্যমে রিয়েল–টাইমে মাঠে খেলোয়াড় ও বলের অবস্থান বোঝা যাবে এই প্রযুক্তিতে। চলতি বছর ফেব্রুয়ারিতে আবুধাবিতে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপ এবং কাতারে গত ডিসেম্বরে অনুষ্ঠিত আরব কাপে সেমি অটোমেটেড অফসাইড সিস্টেম পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়।