রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে । বর্তমানে নারী ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ঘরে ঘরে বিদ্যুৎ, সুরক্ষ, ডিজিটাল, আশ্রয়ন প্রকল্প,সামাজিক নিরাপত্তা, বিনিয়োগ বিকাশ, আমার বাড়ি আমার খামারসহ ১০টি উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।
মঙ্গলবার (১৪ জুন)রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজনের উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাশ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা, ওসি জাকির হোসাইন, কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা,পুচিংমং মারমা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা সহ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় গ্ৰুপ ওয়াক সমস্যা চিহ্নিতকরণ এবং প্রচারে করণীয় সংক্রান্ত সুপারিশ প্রণয়ন এবং সমাপনী সময়ে ৫টি গুরুপ করে ফলাফলের সার- সংক্ষেপে উপস্থাপন করেন। কর্মশালায় রাঙ্গামাটি জেলা প্রশাসক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।
ছবি ও ক্যাপশনঃ- রাজস্থলীতে প্রধানমন্ত্রী ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা।