বছরের ১০ এপ্রিল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ জানিয়েছিলেন, প্রেস কাউন্সিল ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করার ক্ষমতা পাচ্ছে। মঙ্গলবার (১৪ জুন) রাজশাহীতে এক অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম জানান, ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে আইন সংশোধন করা হচ্ছে। এর ব্যাখ্যায় বুধবার দুপুরে তিনি ডয়চে ভেলেকে জানান, কম শাস্তিতে (তিরস্কার) কাজ হয় না বলে সাংবাদিকদের সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। আইনটি মন্ত্রিপরিষদ অনুমোদন দিলে সংসদে উঠবে বলেও জানান তিনি।তিনি বলেন, “প্রেস কাউন্সিলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে তাদের সর্বোচ্চ তিরস্কার করা যায়। আর কোনো ব্যবস্থা নেওয়া বা শাস্তি দেওয়া যায় না। তিরস্কারকে তো অনেকে পাত্তাই দেয় না। ফলে প্রেস কাউন্সিল একটা ক্ষমতাহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাই কাউন্সিলকে ক্ষমতাবান করার জন্য ১০ লাখ টাকা জরিমানার বিধান নিয়ে আসা হচ্ছে। এটা নতুন কোনো আইন নয়, প্রেস কাউন্সিল আইনকে সংশোধন করা হচ্ছে। আর এটার সর্বোচ্চ সীমা ১০ লাখ টাকা। ১০ লাখ টাকাই যে জরিমানা করা হবে তা নয়, প্রেস কাউন্সিল বিচার করে এর চেয়ে কমও জরিমানা করতে পারবে।”আর কম করে হলেও সাংবাদিকদের একদিনের জেল দেওয়ার ক্ষমতা চান প্রেস কাউন্সিল চেয়ারম্যান। তিনি বলেন, “এটা আমরা ব্যক্তিগত চিন্তা। এটা নিয়ে কোনো আইন হচ্ছে না। কোনো প্রস্তাবও পাঠানো হয়নি।”তিনি সাংবাদিকদের পেশাগত উন্নয়নে জেলায় জেলায় প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার কথা জানিয়ে বলেন, “সাংবাদিকতার সর্বনিম্ন যোগ্যতা কী হবে সেটা নিয়েও আমরা কাজ করছি। মতামত নিচ্ছি। প্রস্তাব আছে সর্বনিম্ন গ্র্যাজুয়েট হতে হবে। আবার অভিজ্ঞতা থাকলে এটা শিথিল হবে। তবে এটা এখনও চূড়ান্ত হয়নি।”