মোঃমুক্তাদির হোসেন, কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি:স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন মঙ্গলবার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকাল ১১ঘটিকায় কালিগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে কালিগঞ্জ পৌর,বাহাদুরসাদী, জামালপুর, মোক্তারপুর, জাংগালিয়া, বক্তারপুর, তুমুলিয়া, নাগরি ইউনিয়নের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।সাবেক প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি সাংবাদিকদের বলেন আমরা স্বাধীন দেশ পেয়েছি কিন্তু দুঃখের বিষয় হলো স্বাধীনতার সাড়ে তিন বছর পরেই আমরা জাতির পিতা বঙ্গবন্ধু কে হারিয়েছি আজকে আমাদের যে আনন্দ সেই আনন্দ হলো বঙ্গবন্ধুর যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দক্ষতা তার সততা তার দেশ প্রেম দিয়ে আমাদেরকে পদ্মা সেতু উপহার দিয়েছে পদ্মা সেতু আমাদের জাতিকে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে পদ্মা সেতু যা নয় তার চাইতে বড় বিষয় হলো যা না বললেই নয় অনুমতি নেওয়ার পর আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই জাতিকে কিছু না কিছু দিয়েছে আমরা গর্বিত আমরা আনন্দিত এই আনন্দের ভাষা নেই জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যার জন্য আমরা যদি সারা দিন প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টাও যদি আমরা তাকে ধন্যবাদ জানাই তাও সেটা কম হবে বলে মনে করি।মেহের আফরোজ চুমকি এমপির নেতৃত্বে আনন্দ র্যালীটিতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযুদ্ধা আবদুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ এম আবু বক্কর চৌধুরীর,কালীগঞ্জ পৌর মেয়র ও কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবিন হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য তসলিমা রহমান লাভলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ বশির উদ্দিন,অর্থ বিষয়ক সম্পাদক শরিফ হোসেন কনক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মাইনুল ইসলাম, সদস্য আশরাফুল আলম রিপন,কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্পাদক মোঃ কামরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহাম্মেদ, সাধারণ সম্পাদক মাহফুজা পারভীন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি এস এম আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক কাজী হারুন উর রশিদ টিপু, কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি বাদল হোসেন, সাধারণ সম্পাদক আশরাফী রেজাউর রহমান খোকন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইউসুব দেওয়ান,সাধারণ সম্পাদক সেরাজুল কবির হামীম,দপ্তর সম্পাদক নুরুজ্জামান, উপজেলা আওয়ামী ছাত্র লীগের সভাপতি মোঃ তানভির মোল্লা,সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান,কালীগঞ্জ পৌর ছাত্র লীগের সভাপতি আলী আল রাফু(অমিত), সাধারণ সম্পাদক সাকিব সাদমান (আলভি) , সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার সভাপতি এম আই লি কন, সাধারণ সম্পাদক, ওয়াসিম মোল্লা,সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।উল্লেখ থাকে যে কালীগঞ্জের অন্যতম সাংবাদিক সংগঠন কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির একটি প্রতিনিধি দল আনন্দর্যালীতে অংশগ্রহণ করেন।