বাসিং মং মারমা,বান্দরবান জেলা প্রতিনিধি : বান্দরবান সদর উপজেলা,১নং রাজবিলা ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায়। করোনা ভাইরাস, বন্যা ও প্রকৃতিক দূর্যোগ মোকাবেলা, গরীব,দুঃষ্ট দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়। বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব ক্যসাপ্রু মারমা মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব পাইহ্লা অং মারমা মহোদয় সহ অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বাবু ক্যঅংপ্রু মারমা মহোদয় এবং ওয়ার্ড মেম্বারগন উপস্থিত ছিলেন।