ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ খুলনা যশোর মহাসড়কের পাশে ফুলবাড়ীগেট মীরেরডাঙ্গা পেট্ট্রোল পাম্প সংলগ্ন বালুর মাঠে বিশাল কোরবানীর পশুরহাটের আনুষ্ঠানিক উদ্বোধন গতকাল রবিবার বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হয়।খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্জ মোড়ল আনিসুর রহমানের সভাপতিত্বে এবং যোগীপোল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম পিটোর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাহফুজা সাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুচ আলী,খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ খান খোকন, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহদাৎ হোসেন মিনা, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরদার আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন খানজাহান আলী থানা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ইউসুফ আলী খলীফা, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আব্দুল গফফার মোড়ল, থানা আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল হাওলাদার, মাষ্টার শাহজাহান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা স.ম বাবর আলী, ওয়ার্ড আওয়ামী লীগ নুর মোহাম্মাদ মুন্সি, শাহ মোহাম্মাদ আব্দুল্লাহ, এফ এম জাহিদ হাসান জাকির, হোসেন আলী হাওলাদার,আবু হেনা বাবলু, ইউপি সদস্য জি এম এনানুল কবির, মো. মামুন শেখ, মো.মনির হোসেন, গোলাম কিবরিয়া, রফিকুল ইসলাম রফিক, শেখ আমজাদ হোসেন,হাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সাবেক মেম্বর কামরুল ইসলাম, নুরুল ইসলাম,শ্রমিক লীগ নেতা বায়জিত সরদার, সাইফুল ইসলাম বাবু, জাহার্ঙ্গীর হোসেন হাবু, জাহিদ আল মামুন, মনিরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মাও. মুফতি হুমাউন কবির হুসাইনী। প্রধান অতিথি আমন্ত্রীত অতিথিদের নিয়ে ফিতা কেটে ও শান্তির পায়রা উড়িয়ে কোরবানীর পশুরহাটের শুভ উদ্বোধন করেন। নতুন করে করোনার প্রাদূর্ভাব বৃদ্ধি পাওয়ায় প্রবেশদ্বারে হাতধোয়ার ব্যবস্থা, হাটে প্রবেশে মাস্ক ব্যবহার বার্ধতামূলক, বিভিন্ন বাহিনীর সমন্বয়ে পুলিশ ক্যাম্প, মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন সুযোগ সুবিধা থাকছে। উদ্বোধনী দিনে প্রথম ক্রেতা ও বিক্রেতাকে পুরষ্কার হিসাবে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। পশুর হাট আগামী ১০ জুলাই পবিত্র ঈদ উল আযহার দিন সকাল পর্যন্ত চলবে।