ওমর ফারুক, চাঁদপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার উদ্বেগে, হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া উপজেলা শাখার অংশগ্রহণে ও হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে। হাজীগঞ্জ, কচুয়া ও শাহরাস্তি এই তিনটি উপজেলার ২৬৩টি শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সমন্বয়ে ২১ জুলাই ২০২২ বিকাল ৩.৩০ হাজীগঞ্জস্থ ফুড লাভারস চাইনিজ রেস্টুরেন্টে বৃত্তি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মান উন্নয়ন করার লক্ষ্যে কেজি স্কুলগুলো নিজেদের আত্মত্যাগের বিনিময়ে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে সরকারি স্কুল গুলোর পাশাপাশি। শুধু শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নয় হতাশা গ্রস্থ বেকারত্ব জীবন নিয়ে ঘুরাফেরা না করে সামাজিক কাজ হিসেবে মেনে নিয়ে কাজ করছে এবং দেশের অনেক বেকারত্ব দূর হচ্ছে। সারা বাংলাদেশে যদি ৪০ হাজার কেজি স্কুল থেকে থাকে গড়ে ১২ জন শিক্ষক ও অন্যান্য কর্মচারী তিনজন মোট ১৫ জন যদি হয় তাহলে মোট সংখ্যা হয়ে দাঁড়ায় ৬ লক্ষ। বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন করোনার মধ্যে অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার পরও আমরা এখন উঠে দাঁড়াবার চেষ্টা করছি। সরকার যদি এই সুশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে সহযোগিতা করেন তাহলে আমাদের প্রতিষ্ঠানগুলো বা শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে আরো সহযোগিতা হবে বলে আশা করছি। মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি আমাদের কেজি স্কুলগুলোর প্রতি।চাঁদপুর জেলায় ৮টি উপজেলায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বর্তমানে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে একটি ব্যানারে কাজ করে যাচ্ছি। চাঁদপুর জেলা বাংলাদেশের একমাত্র কিন্ডারগার্টেনের নিবন্ধিত সংগঠন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গভ. রেজিস্ট্রেশন নম্বর: এস ১০২৮/৯৮ এ ব্যানারে একও অভিন্ন ভাবে ঐক্যবদ্ধ।চাঁদপুর জেলায় বর্তমানে অন্য কোন সংগঠন নেই ও ভবিষ্যতে থাকবে বলেও আশা রাখছি না।প্রধান অতিথি হিসেবে চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক আরো বলেন সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য সকলকে চারিদিকে নজর রেখে ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ করেছেন।উপস্থিত অন্যান্য উপজেলার সভাপতি ও সহ-সভাপতি সাধারণ সম্পাদক সকল বক্তারাই একই কথা বলেছেন সকলকে ঐক্যবদ্ধ ও এক হয়ে কাজ করার জন্য।বৃত্তি ও সমন্বয় সভায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা শিক্ষা সচিব মো. আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় ও হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব এ কে এম শাহ আলম মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক এস বি সবুজ ভদ্র। এছাড়াও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মো. আক্তার হোসেন, সহ-সভাপতি সহকারী অধ্যাপক মো. মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মো. বিল্লাল হোসেন, কোষাধ্যক্ষ আবুল ফারাহ মজুমদার, কচুয়া উপজেলা শাখার সভাপতি ও কচুয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক ভৌমিক, শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি আলী আজগর মিয়াজি, মতলব দক্ষিণ উপজেলার শাখার সভাপতি ফারুক আহমেদ বাদল, ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম মাসুদ, হাজীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও হাজিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এনায়েত মজুমদার, চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, হাজীগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সদস্য মো. সাইফুল ইসলাম, শাহরাস্তি উপজেলা শাখার উপদেষ্টা হাসান আহমেদ, ফরিদগঞ্জ উপজেলার সহ-সভাপতি মাওলানা মো. জাকির হোসেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তোলো আয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়। কুরআন তোলো আয়াত ও পবিত্র গীতা পরপরই কোভিট-১৯ ( করোনা) যে সকল শিক্ষক, পরিচালক, অভিভাবক ও শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন মধ্য দিয়ে অনুষ্ঠানের সকল কর্মসূচী আরম্ভ করা হয়। প্রথমে নেতৃবৃন্দসহ সকলকে হাজীগঞ্জ উপজেলা শাখার পক্ষ হতে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং সকলের সাথে ঈদ পুনর্মিলন উপলক্ষে কৌশল বিনিময় করা হয়।অনুষ্ঠানে কচুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. আমির হোসেন, মতলব দক্ষিণ শাখার সাধারন সম্পাদক মো. মোস্তফা কামাল, হাজীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মো. শাহজানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ, প্রতিষ্ঠাতা, পরিচালক ও প্রধানগণসহ গন্যমান্য ব