ওমর ফারুক, চাঁদপুর জেলা প্রতিনিধিঃ “৮শ’ কোটির পৃথিবীঃ সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রানবন্ত ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চাঁদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (২১ জুলাই) বিকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, সারা বাংলাদেশে পরিবার পরিকল্পনা ৪র্থ অবস্থানে আছে। এটা একটি খুশির বিষয়। আরো একটু কষ্ট করলে আগামীতে আমরা ১ম অবস্থানে যেতে পারি।জেলা প্রশাসক বলেন, আমরা ২০৪১ সালের উন্নত সম্মৃদ্ধ বাংলাদেশের কথা বলছি। যেখানে থাকবে প্রযুক্তির অপার সম্ভাবনা। মানুষ এখন স্বাচ্ছন্দ্যের কথা ভাবে। মানুষ সচেতন হচ্ছে। জেলা পর্যায়ে পরিবার পরিকল্পনার শয্যার সংখ্যা হয়তো বাড়বে এবং আরো উন্নত হবে।জেলা প্রশাসক উপস্থিত পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, চাঁদপুরে বাল্যবিবাহের হার একটু বেশি, করোনাকালে যা আরো বেড়েছে। আমি দেখলাম যারা সরকারি চাকরির ইন্টারভিউ দিতে আসছে। তাদের অধিকাংশই ৩১ থেকে ৩২ বছর বয়স হয়ে গেছে। যে পরিমাণে কর্মকর্তা কর্মচারী প্রয়োজন, তার তুলনায় সরকারি চাকরি প্রার্থী বহু গুনে বেশি। পরিবারের সন্তানরা বিদ্যালয়ে সময় না দিয়ে পার্কে সময় কাটাচ্ছে এবং আরেকটি সমস্যা হচ্ছে মাদক সমস্যা। বিভিন্ন জায়গায় ছলচাতুরী করে বাল্যবিবাহ হচ্ছে। বেশিরভাগ বাল্যবিবাহ টিকে না। এসব বিষয় নিয়ে চিন্তা করতে হবে।তিনি আরো বলেন, পরিবার পরিকল্পনার কথাতো বলবেনই, সাথে সাথে সকলের সুযোগ, পছন্দ ও অধিকারের কথাও বলতে হবে। কাজের পাশাপাশি সচেতনতামূলক বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমাদের সন্তানটি যেন দেশের জন্যে ভোজা না হয়।পরিবার পরিকল্পনার উপপরিচালক ডা. মো. ইলিয়াছ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বেলায়েত হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদী, ডা. মোস্তাফিজুর রহমান, মতলব উত্তর এর দীর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকাররম হোসেন খান, হাজীগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভিন প্রমূখ।রথশুভেচ্ছা বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক এ কে এম আমিনুল ইসলাম।মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. তন্ময় বড়ুয়া ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তানভিরুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, পরিবার কল্যাণ পরিদর্শক প্রীতি রানী শীল, সুমন চন্দ্র সরকার প্রমূখ।আলোচনা সভা শেষে জেলা ও উপজেলা পর্যায়ে শেষ্ঠ পুরস্কার প্রাপ্তদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্তরা হলেন, পরিবার পরিকল্পনা সহকারী খোদেজা আক্তার, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা প্রীতি রানী শীল, পরিবার পরিকল্পনা পরিদর্শক সুমন চন্দ্র সরকার, স্যাকমো সুজন চন্দ্র দাস, লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্পনা কেন্দ্র, মতলব উত্তর এর দূর্গাপুর ইউনিয়ন পরিষদ, হাজীগঞ্জ উপজেলা পরিষদ, মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও সূর্যের হাসি নেটওয়ার্ক।আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. গোলাম মোস্তফা।