নির্বাচনকালীন সরকারে কোনো না কোনো ধরনের পরিবর্তন চায় বেশির ভাগ রাজনৈতিক দল। নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে ১০টি দল নির্বাচনের সময় নিরপেক্ষ বা সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে। আর ১২টি দল নির্বাচনকালে সরকারের ক্ষমতা সীমিত করে ইসির ক্ষমতা বাড়ানোর কথা বলেছে। আর বিএনপিসহ যে ৯টি দল সংলাপ বর্জন করেছে, তাদের কাছেও মূল বিবেচ্য বিষয় নির্বাচনকালীন সরকার।একইভাবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪–দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ এবং সাম্যবাদী দলও নির্বাচনের সময় জনপ্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয় সরাসরি ইসির অধীনে নেওয়ার প্রস্তাব করেছে। তবে এই তিনটি দল বর্তমান সরকারের অধীনে নির্বাচন চায়।দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপে এসব প্রস্তাব উঠে এসেছে। ৩৯টি নিবন্ধিত দলের মধ্যে ২৮টি দল সংলাপে অংশ নিয়েছে। দুটি দল পরে সংলাপ করতে ইসির কাছে সময় চেয়েছে। আর বিএনপি, সিপিবি, বাসদসহ ৯টি দল সংলাপ বর্জন করেছে। বিএনপিসহ যে ৯টি দল সংলাপ বর্জন করেছে, তারা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি জানিয়ে আসছে।