মোঃ আনোয়ারুল ইসলাম অপূর্ব, লালমনিরহাটে জেলা প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে রাস্তা গুলো মেরামত আর সংস্কারের অভাবে,লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এলাকাবাসী ও ছোট-বড় যানবাহন যাতায়াত বা চলাচলের প্রায় ৫-৭কিঃমিঃরাস্তা বেহাল দশায় পরিনত হওয়ায়,চরম ভোগান্তিতে পরেছে এলাকাবাসী। রাস্তাটি বারঘড়ি হোসেনের বাড়ির ২০০গজ পূর্ব হইতে দুলালীবাজারের চারচৌপথি হয়ে বালাটারী।এদিকে দুলালী ঈদগাহ মাঠ থেকে চকচকার বিল হয়ে বাগদীর বাজার পর্যন্ত রাস্তা গুলো বিস্তৃত। উক্ত রাস্তা গুলোর প্রায় অধিকাংশ স্থানেই ছোট-বড় অসংখ্য গর্ত আর খানা-খন্দে পরিনত। এলাকাবাসী হইতে জানা যায়ঃরাস্তা গুলোতে সামান্য বৃষ্টিতে সৃষ্টি হওয়া খানা-খন্দে ঘটছে প্রায়ই ছোট বড় দূর্ঘটনা। পথচারী এবং ছোট বড় যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পরা, এ রাস্তায় পথচারী আর স্কুল কলেজের শিক্ষার্থী সহ,প্রতিনিয়ত অসহনীয় চরম দূর্ভোগ আর ভোগান্তির শিকার হচ্ছে গাড়ি চালক এবং নানা শ্রেণীর পেশাজীবিরা। উক্ত ওয়ার্ডের কয়েকটি মহল্লার যাতায়াত বা চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা এটি, যা প্রায় দীর্ঘদিন ধরে মেরামত বা সংস্কারের অভাবে অসহনীয় চরম দুর্ভোগ এবং ভোগান্তির কারণ হয়ে পরে আছে।রাস্তাটি দিয়ে প্রতিদিন নিয়মিত ভাবে, চলাচল কারী রিক্সা ভ্যান সাইকেল অটো, মিশু, টমটম নসিমনএ করে,প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ হাট বাজার স্কুল কলেজে হাসপাতালে অফিস আদালতে শহর বন্দরে এমনকি জীবিকা নির্বাহের তাগিদে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলছে নানা শ্রেণীর পেশাজীবিরা। এলাকাবাসীর অনেকেই জানায়ঃবর্ষাকালীন সময়ে সামান্য বৃষ্টিতে হয় খানা খন্দ আর কাদার সৃষ্টি, যানবাহন চলাচল তো পরের কথা পায়ে হেঁটে চলাই মুশকিল হয়ে পরে। উক্ত এলাকার বাসিন্দা মোঃআজিজুল হক,মোঃহোসেন আলী সহ আর অনেকেই বলেনঃবিশেষ করে এই রাস্তা দিয়ে বর্ষাকালীন সময়ে ছোট ছোট ছেলে মেয়েরা চলাচল করতে পারেনা,এমনকি সঠিক সময়ে পৌঁছতে পারেনা তারা তাদের স্কুলে। এলাকাসীরা মনে দুঃখ প্রকাশ করে বলেনঃ আমাদের জেলা বা উপজেলার অনন্য জায়গায় দু”পায়া চিপা-চাপা অনেক রাস্তাই পাকা করন হয়েছে।হয়নি শুধু আমাদের গ্রামের এই রাস্তা,হয়েছে শুধু মাপ-ঝোপ। তারা এটাও জানানঃ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কতৃপক্ষের প্রতি আমরা সদয় দৃষ্টি প্রার্থনা করছি যাতে করে আসন্ন বর্ষার আগেই যেন রাস্তা গুলো মেরামত বা সংস্কার করা হয়।এব্যাপারে উক্ত ইউনিয়নের পর-পর কয়েক বারের সন্মানিত সফল চেয়ারম্যান মোহাম্মদ আলী জানানঃরাস্তা গুলো মেরামত বা পাকা করনের জন্য চেষ্টা করা হচ্ছে।