শিরোমণি ডেস্ক রিপোর্ট : ডিজেল, পেট্টোল, অকটেনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র সমবেশ।আজ ৬ আগস্ট শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র উদ্যোগে ‘ডিজেল, পেট্টোল, অকটেনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে’ এক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র সভাপতি কমরেড ডা. এম.এ সামাদ।বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কমরেড তালেবুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সামছুল হক সরকার, কমরেড তারেকুল ইসলাম বিডি, কমরেড জাহিদ আনসারী, কমরেড নূর আফসানা নিপা প্রমুখ।সভাপতির বক্তব্যে কমরেড ডা. এম.এ সামাদ বলেন, সরকার অযাচিতভাবে হঠাৎ করে রাতের অন্ধকারে পেট্টোল, অকটেন, ডিজেলের ৫০% মূল্য বৃদ্ধি করে দিয়েছে। এর প্রভাবে পরিবহন সেক্টরসহ দেশের প্রতিটি পণ্যের মূল্য বৃদ্ধি পাবে। দেশে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। বর্তমানে দেশে করোনা পরিস্থিতির পরে সকল পণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমরা বারবার দাবি জানাচ্ছি যে লুটপাট বন্ধ করুন। সরকারের বিভিন্ন সেক্টরে লুটপাট, দুর্নীতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসময় অন্যান্য বক্তারা বলেন, কোন অবস্থায় রাতের আঁধারে একেবারে ৫০% জ¦ালানীর মূল্য বৃদ্ধি জনগণ মেনে নিবে না। অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের জোর দাবি জানান বক্তারা। আগামী ৭২ ঘন্টার মধ্যে সরকার যদি বর্ধিত মূল্য প্রত্যাহার না করে জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।