মোঃ ঝুমন মিয়া, সোনারগাঁও উপজেলা প্রতিনিধি :সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নেতারা ২১শে আগষ্ট বিকেলে বিএনপির আন্দোলন ঠেকানোর হুমকি দিয়ে ২২ শে আগস্ট সোমবার মাঠে নেই তারা। কাঁচপুর ও পিরোজপুরে বিএনপি’র বিশাল শোডাউন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপি ও সকল সহযগি অঙ্গ-সংগঠন। নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের সংবাদ মাধ্যমে জানা যায়, ২১শে আগষ্ট রোববার বিকেলে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে গ্রেনেড হামলার প্রতিবাদে অনুষ্ঠিত এক সমাবেশে নেতারা বিএনপির আন্দোলন ঠেকানোর হুমকি দিয়ে বিভিন্ন ধরনের কথা বলে।অথচ সোমবার ২২ আগস্ট বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোনারগাঁয়ে বিএনপি বিশাল শো ডাউন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নির্বিঘ্নে। কাঁচপুর, জামপুর ও পিরোজপুর ইউনিয়নের রাজপথ দখল করে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামীলীগের হুমকি ধমকি দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন বলে মনে করছেন স্থানীয় জনগণ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এর কাছে জানতে চাইলে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে মিটিং মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করার অধিকার তাদের রয়েছে। সোনারগাঁ উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আব্দুল আল কায়সার হাসনাত ও একই কথা বলেন। তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল মিটিং করেছে আমরা বাধা দেইনি এবং দলের কোনো নির্দেশনা ছিল না, তবে জনগণের জানমালের এবং ধ্বংসাত্মক রাজনীতি করলে তাদেরকে প্রতিহত করা হবে ছাড় দেওয়া হবে না।এ বিষয়ে সাবেক উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন উপজেলা আ’লীগে যারা পদ-পদবিতে আছেন তারা ভালো বলতে পারবেন। তবে সাংগঠনিক দূর্বলতার কারনেই সোনারগাঁয়ে বিএনপির আবারও মাথাচাড়া দিয়ে ।