চাঁদপুর: চাঁদপুরে রেলওয়ের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার মৈশাদীতে দিনব্যাপী অভিযানে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদের আওতায় ছোট বড় মিলিয়ে প্রায় শতাধিক দোকান-পাট ছিলো।
স্থানীয়রা জানায়, ভূমিদস্যুরা জোরপূর্বক রেলওয়ের জমি দখল করে টিনের এমনকি ইট পাথরের দালানের দোকানপাট নির্মাণ করে। ঐসব দোকান মালিকদেরকে রেলওয়ে থেকে নোটিশ দেয়া সত্ত্বেও তারা নিজ দায়িত্বে এসব অবৈধ স্থাপনা সড়িয়ে নেয়নি।
অভিযানকালে চট্টগ্রাম ডিভিশনাল রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা মহবুবুল করিম, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিাস্ট্রেট সুচিত্র নন্দন দাস, চাঁদপুর লাকসাম রেলরুটের কাননগো কাউছার আহমেদ, চাঁদপুর রেলওয়ে থানার ওসি মুরাদুল্লা বাহার, মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ও সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।