এইচএম নবীন: বিশেষ প্রতিনিধি,ঝালকাঠি :বরিশাল সাংবাদিক কল্যান পরিষদের ঝালকাঠি জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।১৯ সেপ্টেম্বর বিকালে জেলা প্রশাসক এর কার্যালয়ের সম্মুখে অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি বরিশাল সাংবাদিক কল্যান পরিষদের সভাপতি মোঃ বাদল হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন বরিশাল সাংবাদিক কল্যাল পরিষদের সহ সভাপতি আসাদুজ্জামান সোহাগ, প্রধান বক্তা ছিলেন জেলা আইনজীবী সমিতি’র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. শামিম জাহাঙ্গীর, এইচএম নবীন এর সঞ্চলনায় ।সভায় ১১ সদস্যর কমিটি গঠন করা হয়। আ: রাজ্জাক পিন্টু -সভাপতি ,মো: মিজানুর রহমান সহ-সভাপতি, সৈয়দ মো:শামীম জাহালীর সাধারন সম্পাদক, এইচ এম নবীন যুগ্ম সাধারন সম্পাদক, মোঃ বশির আহম্মেদ খলিফা সাংগঠনিক সম্পাদক, কাজী মাসুদ ক্যাশিয়ার, মোসাঃ লাভলী আক্তার প্রচার ও প্রকাশনা,মোঃ ইলিয়াস হোসেন – তথ্য ও গবেষণা সম্পাদক, কৃষ্ণপদ সেন( পিন্টু) কার্যনিবাহী সদস,আবুল খায়ের মাসুম সদস্য,জহিরুল হক লস্কর সদস্য প্রমুখ।