ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে মার্কিন ডলারের পরিবর্তে রূপি ও টাকায় লেনদেন সম্পন্ন করার যে নির্দেশনা দিয়েছে সেটাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।গত মাসে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া তাদের অধীনে থাকা শাখা ব্যাংকগুলোকে মার্কিন ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেনের এই নির্দেশনা দেয়।
ডলারের দাম ওঠানামা করায় দুই দেশের বাণিজ্যে গতি আনতে স্থানীয় মুদ্রায় লেনদেন উভয় দেশের জন্যই সুবিধাজনক হবে বলে বলছেন তারা।
তবে বাংলাদেশ ব্যাংক বলছে যেহেতু ভারতের কেন্দ্রীয় ব্যাংক বা দেশটির সরকারের পক্ষ থেকে কোন নির্দেশনা আসেনি তাই এ বিষয়ে তারা এখনও কিছু ভাবছেন না।বিশেষজ্ঞদের দাবি বলছে, দুই দেশের বাণিজ্যে বাংলাদেশ যেখানে ঘাটতিতে আছে সেখানে রুপি -টাকায় লেনদেন বাংলাদেশকে আরও ঝুঁকিতে ফেলতে পারে।চলতি বছর বিশ্বজুড়ে ডলারের দর ২০ শতাংশ বেড়ে যাওয়ায় দুই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়ে।এমন অবস্থায় শতভাগ না হলেও ভারতের সাথে বাণিজ্যের আংশিক রূপি-টাকায় লেনদেন করা হলে দুই দেশই সুবিধা পাবে বলে মনে করেন বাংলাদেশি রপ্তানিকারকরা।
“ডলারের দাম ক্রমাগত ওঠানামা করছে। দামের এই ওঠানামার কারণে বেশিরভাগ সময় আমরা লোকসানের মুখে পড়ি,” বলছেন ভারত বাংলাদেশ চেম্বারের সভাপতি মাতলুব আহমদ ।
”কিন্তু বাণিজ্যের কিছু অংশ ভারতীয় রূপিতে লেনদেন করলে খরচের হিসাবটা ঠিক থাকবে। সেইসাথে ডলার ছাড়া ব্যবসার কারণে রিজার্ভে ডলারের ওপর চাপ কমবে। এদিকে উভয়পক্ষেরই সুবিধা,” তিনি বলেন।