ফলে আগামী নির্বাচন সামনে রেখে রাজনৈতিক পরিস্থিতি কী হয় এবং নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তার ওপর ভিত্তি করে নির্বাচনী সমঝোতা হবে। এখন সব দল যার যার মতো করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
নির্বাচনী সমঝোতার বিষয়ে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী বলেন, ‘নির্বাচন নিয়ে সরকার কী করবে, সেদিকেই সবাই তাকিয়ে আছে। আবার হাদিয়া-তোহফা (উপঢৌকন) আকারে কিছু পাই কি না—এমন আশাও হয়তো করে আছেন অনেকে। সবকিছুই নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির ওপর, নির্বাচন কীভাবে হবে তার ওপর।’