মোঃ রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের পর, জাতীয় নারী ফুটবল দলের ষ্ট্রাইকার কৃষ্ণা রানী সরকার, টাঙ্গাইলের গোপালপুরের উত্তর পাথালিয়া গ্রামে, তার নিজ বাড়িতে এসেছেন বৃহস্পতিবার বিকালে। গ্রামবাসী কৃষ্ণাকে ছাঁদ খোলা গাড়িতে সংবর্ধনা দিতে না পারলেও পরম মমতা, অসীম ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় নিজ বাড়িতে বরন করে নেয়।
সরেজমিন ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণা তার শিক্ষা প্রতিষ্ঠান সূতী ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে যান। ঢাকা থেকে নিয়ে আসা রুপালি রঙের প্রাইভেট কারে স্কুলে পৌছালে ঐ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান,পরে সেখানে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়। কৃষ্ণাকে কাছে পেয়ে স্কুলের শিক্ষার্থীরা অটোগ্রাফ নেওয়ার জন্য ভিড় জমায়।
বেলা সাড়ে তিনটায় শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করে, একই প্রাইভেট কারে বেলা পৌনে চারটায় নিজ গ্রাম উত্তর পাথালিয়া পৌঁছায়, এসময় পরম মমতায় কৃষ্ণা রাণী সরকারকে বুকে জড়িয়ে ধরেন তার মা নমিতা রানী সরকার, অসীম ভালোবাসায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান গ্রামবাসী। এসব দৃশ্য ধারণ করতে ব্যস্ত দেখা গেছে গনমাধ্যমকর্মীদের ।
সদ্য নির্মিত পাকা ঘরের সামনে গিয়ে দাড়ান কৃষ্ণা, সেখানে কিছু চেয়ার ও সামিয়ানা টানানোর ব্যবস্থা করেন বাবা বাসুদেব চন্দ্র সরকার। মাল্যদান ও সনাতন ধর্মীয় রীতিতে বরন করে নেয় তার পরিবার, এরপর শুরু হয় মিষ্টি বিতরণ।
কৃষ্ণাকে একনজর দেখার জন্য ছুটে আসে নিজ গ্রাম সহ, আশেপাশের মানুষ। তার আগমনে তারা উচ্ছ্বাস প্রকাশ করে ও সেলফি নিতে দেখা যায়।
কৃষ্ণার বাবা বাসুদেব দেব চন্দ্র সরকার বলেন:
আমার মেয়ে সাফল্যে আমি গর্বিত, এখন যেখানেই যাই মানুষ আমাকে শুভেচ্ছা জানায় ও সম্মান করে ।
সংবর্ধনা দিবে উপজেলা প্রশাসন
জানা গেছে, আগামী শনিবার (১ অক্টোবর) কৃষ্ণা রাণীকে নাগরিক সংবর্ধনা দিবে গোপালপুর উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক জানান, নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে কৃষ্ণাসহ জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন, কৃষ্ণা রানী সরকার ও কৃষ্ণা আবিষ্কার ও গড়ার কারিগর স্কুল শিক্ষক গোলাম রায়হান বাপনকে সংবর্ধনা প্রদান করা হবে।