1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৫০ পূর্বাহ্ন

মান্দায় কমিউনিটি ক্লিনিক আছে কিন্তু রাস্তা নেই

রইচআহম্মেদ, বিশেষ প্রতিনিধি, মান্দা,নওগাঁ।
  • আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
রইচআহম্মেদ, বিশেষ প্রতিনিধি, মান্দা,নওগাঁ। নওগাঁর মান্দায় কশব মধ্যপাড়া কমিউনিটি  ক্লিনিকের মাধ্যমে টিকাদান কর্মসূচি, পুষ্টি, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবা, স্বাস্থ্যশিক্ষা, পরামর্শসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। কিন্তু  অযত্নে ও সংস্কারের অভাবে  ক্লিনিকটির  কার্যক্রম  নানা সমস্যায় জর্জরিত।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ক্লিনিকটি চারিদিকে বর্ষার পানি দিয়ে ঘেরা। এই ক্লিনিকে সেবা নিতে আসা এবং কর্মীদের যাতায়াতের জন্য রাস্তাঘাট না থাকায়  ঠিকমত স্বাস্থ্যসেবা  পাচ্ছে না।  তাছাড়া নতুন ভবন হলেও বিদ্যুৎ, পানির সংকট ও ছাদ থেকে পানি চুঁয়ে পড়া ইত্যাদি ঝুঁকিতেই চলছে এই ক্লিনিকের স্বাস্থ্যসেবা।
কশব মধ্যপাড়া  কমিউনিটি ক্লিনিকে নারী, শিশুসহ গড়ে প্রতিদিন ৭০-৮০ জন রোগী আসেন সেবা নিতে। কিন্তু রাস্তা  না থাকার কারণে স্বাস্থ্যসেবা নিতে আসা গ্রামাঞ্চলের সাধারণ মানুষদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
সেবা নিতে আসা হালিমা আক্তার (শেফালী) নামে এক রোগী বলেন, ‘ এখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনেক দূরে হওয়ায় অনেকটা ঝুঁকি নিয়ে এখান থেকে সেবা নিতে বাধ্য হই। কিন্তু এই ক্লিনকে রাস্তা না থাকায় কাদা ও হাঁটু পানিতে ভিজে আসতে হয়। তিনি আরো বলেন, মাঝে মধ্যে আমার বাচ্চারা পানি খেতে চাইলে পাওয়া যায় না কারন এখানে বিশুদ্ধ  পানির সংকট এটা যদি আধুনিক করা হয় তাহলে আমাদের ভোগান্তির অবসান হবে।’
এ বিষয়ে  কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোছাঃ রোকেয়া খাতুন  বলেন, এই ক্লিনিকে ১০ বছর থেকে দায়িত্ব পালন করে আসছি। দীর্ঘদিন ধরে ভবনের অবস্থা খুব খারাপ। সামান্য বৃষ্টিতে ছাদ চুইয়ে পানি পড়ে। এর ফলে অনেক চিকিৎসা সামগ্রী ও আসবাবপত্র নষ্ট হয়ে যায়। তিনি আরো বলেন, ক্লিনিকটির সামনের জায়গাটি নিচু হওয়ায় একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে। ফলে এ ক্লিনিকে সেবা নিতে আসা রোগীরা বেশি ভোগান্তির শিকার হন।
এলাকাবাসী মোঃ জালাল উদ্দিন বলেন, কশব মধ্যপাড়া কমিউনিটি ক্লিনিকে দীর্ঘদিন ধরে নেই বৈদ্যুতিক ব্যবস্থা , নেই সুপেয় পানির ব্যবস্থা এবং  রাস্তার যে বেহাল দশা তাতে
 করে সেবা গ্রহনকারীর ভোগান্তি পোহাতে হচ্ছে।  প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে,  অনতিবিলম্বে সেবার মান যাতে  উন্নত হয় সেই ব্যবস্থা নিবেন।
এ ব্যাপারে মান্দা উপজেলার  টিএসও বলেন এই ক্লিনিকের বিষয়টি আমি জানি। অতি দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি।
Facebook Comments
৬৬ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি