নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি ঃ সভ্যতা আর শুভ্রতাকে বুকে নিয়ে’ ¯চোলগানে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে আবৃত্তি পরিষদ নওগাঁ’র ৩৫ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শহরের পুরাতন কালেক্টরেট অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে পরবর্তী কর্মসূচির উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।
এসময় আবৃত্তি পরিষদের সদস্যরা সমবেত কন্ঠে অন্তর মম কবিতাটি আবৃত্তি করেন। পরে সেখানে একটি উদ্বোধনী নৃত্য পরিবেশিত হয়।
আবৃত্তি পরিষদ নওগাঁ’র সভাপতি ডা. ময়নুল হক দুলদুল এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর ইসলাম বুলবুল, সাধারন সম্পাদক রফিকুদ্দৌলা রাব্বীসহ পরিষদের সকল পর্যায়ের সদস্যবৃন্দ এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী ও বগুড়ার বরেণ্য আবৃত্তি শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে অসীম কুমার মহন্তের গ্রন্থনা ও নির্দেশনায় “জন্মের আগেই মৃত্যুকে করেছি আলিঙ্গন” এবং তামিম মাহমুদ সিদ্দিক-এর গ্রন্থনা ও নির্দেশনায় “ভালো থেকো ফুল” নামের দু’টি পৃথক আবৃত্তি প্রযোজনা, বরেন্য আবৃত্তি শিল্পীদের একক আবৃত্তি এবং পুরস্কার বিতরনী। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।