শাহিন আহমেদ বিশেষ প্রতিনিধি মৌলভীবাজ্জার: ৩০ অক্টোবর সকালে দোকান খুলে চুরির ঘটনা দেখে শ্রীমঙ্গল থানাকে অবহিত করলে শ্রীমঙ্গল থানা প্রশাসন ওসি তদন্ত হুমায়ুন কবির পরিদর্শন করেছেন।মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের কদর আলী টাওয়ারের “স্বপ্ন” সুপার শপ দুঃসাহসিক চুরি।২৯ অক্টোবর দিবগত রাত চোরের দল কদর আলী টাওয়ারের পিছনের বাম সাইটে ১০ ইঞ্চি দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে সবগুলো সিসি ক্যামেরার ডিভাইস, অফিস রুমে থাকা ক্যাশ ভল্ট ভেঙ্গে নগদ প্রায় ৩ লক্ষ টাকা ও কাপড়ের দোকানের ক্যাশে থাকা নগদ ৫০ হাজার টাকাসহ বিভিন্ন দামী মালামাল প্রায় ১১/১২ লক্ষ টাকার মাল নিয়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি শামীম আহমেদ, যুগ্মসাধারণ সম্পাদক আকতার হোসেন, কার্যকরী সদস্য মোহাম্মদ আমজাদ হোসেন বাচ্চু কার্যকরী সদস্য মোহাম্মদ জাকির মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।স্বপ দোকানের মালিক ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক ফারুক মিয়া জানান চোরেরা নগদ টাকাসহ দামী মালামাল নিয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক বলা হয়েছে, শ্রীমঙ্গল থানা পুলিশ ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ দেখে গেছেন।স্বপ্ন সুপার শপ নৈশপ্রহরী জানান রাতে তিনি চা খেতে চৌমুহনায় গিয়েছিলেন। তখন হয়তোবা এঘটনা ঘটছে।স্বপ্ন শ্রীমঙ্গল ব্রাঞ্চ আজ বন্ধ থাকবে বলে জানা গেছে।