রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র ও ক্যাপাসিটি চার্জ আর কত দিন টানতে হবে- জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তারা বিদ্যুৎ খাতে ভর্তুকির বদলে বাণিজ্যিক ঋণ নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছে। বিদ্যুৎ-জ্বালানি খাতের দায়মুক্তির বিশেষ বিধান আইন নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি তেলভিত্তিক কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার প্রক্রিয়া, লোডশেডিং, বিদ্যুৎ বিভাগের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছে আইএমএফ।ঢাকা সফররত আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে গতকাল বুধবার বিদ্যুৎ বিভাগ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বৈঠকে এসব বিষয় উঠে আসে। বিদ্যুৎ বিভাগ ও পিডিবির পক্ষ থেকে সার্বিক বিষয়ে আইএমএফকে অবহিত করা হয়। পিডিবি বলেছে, বাণিজ্যিক ঋণের চেয়ে ভর্তুকি তাদের জন্য সুবিধাজনক।