পশ্চিমাদের হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়ায় আরও অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটি রাশিয়াকে আনুমানিক আরও ১ হাজার অস্ত্র পাঠাচ্ছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর জন্য এসব অস্ত্র। ইরানের অস্ত্র কর্মসূচি কাছ থেকে পর্যবেক্ষণ করে- পশ্চিমের এমন কর্মকর্তারা সিএনএনকে এসব তথ্য জানিয়েছেন। রিপোর্ট, এই চালান ভালোভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কেননা ইরান প্রথমবারের মতো রাশিয়ায় আধুনিক নির্ভুল-নির্দেশিত ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে। এতে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী শক্তিশালী হয়ে উঠবে।