৪ নভেম্বর ঢাকা মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে বিপিবিএস টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
তানজিমা সুলতানা শেলী ৪৮ কেজি ওজন শ্রেণিতে কুষ্টিয়া জেলার দীপা আক্তার কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
একই দিন একই স্টেডিয়ামে ৫১ কেজি ওজন শ্রেণিতে রিমা সরকার কিশোরগঞ্জ জেলার বিথী আক্তার কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
এছাড়া ৪৯ কেজি ওজন শ্রেণিতে কিশোরগঞ্জ জেলার জেসমিন আক্তার টুর্ণামেন্টে উপস্থিত না হওয়ায় রুমিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
সারাদেশের ১৭ টি জেলার ২৮ জন বক্সার টুর্ণামেন্টে অংশগ্রহণ করেছেন।
এরমধ্যে সিলেট বিভাগ থেকে ৭ জন অংশগ্রহণ করে ৫ জন চ্যাম্পিয়ন হয়েছে।
সিলেট জেলার ১ জন ও সুনামগঞ্জ জেলার ১ জন ছাড়া আর সবাই বানিয়াচং উপজেলার।
মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা থেকে আর কোন প্রতিনিধি নাই।
বানিয়াচং উপজেলা থেকে বানিয়াচং বক্সিং একাডেমির বক্সাররা ইতিমধ্যে ১ বছরে ৩টি টুর্ণামেন্ট থেকে মোট ৪ টি চ্যাম্পিয়নশীপ অর্জন করেছেন।
বিজয়ী চ্যাম্পিয়ন বক্সারদের পুরস্কার হিসেবে প্রাইজমানি, মেডেল ও সনদপত্র দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং বক্সিং একাডেমির প্রতিষ্টাতা প্রশিক্ষক ওস্তাদ জুয়েল রহমান বলেন, বানিয়াচং উপজেলায় বক্সার তৈরির জন্য দীর্ঘদিন যাবত খেলোয়াড়দের সংগঠিত করতে হয়েছে।
এরই ধারাবাহিকতায় ধাপে ধাপে বক্সারদের তৈরি করে বানিয়াচং উপজেলা থেকে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার কঠোর পরিশ্রম করতে হয়েছে।
এর কৃতিত্ব আমার সকল খেলোয়াড়দের। টুর্ণামেন্ট আয়োজন করার জন্য বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান ভাইকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি