বিল্লাল হোসেন সোহাগ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলা গোসাইপুর ইউনিয়নের শংকরঘোষ গ্রামে মা ও শিশুর স্বাস্থ্য, বাল্য বিবাহ বিষয়ক সচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।৯ নভেম্বর বুধবার বিকেলে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আমিনুল ইসলাম পরিবার পরিকল্পনার প্রয়োজনীতা ও এর গুরুত্ব এবং বাল্য বিবাহের কুফল শিশুর স্বাস্থ্য সম্পর্কে, ফ্লীপচার্ট দেখানোর মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন । উঠান বৈঠকে প্রায় ৩০ জনের দুই বা তার অধিক সন্তানের মা অংশগ্রহন করেন।উপস্থিত মায়েদের সাথে বাল্য বিবাহের কুফল, শিশুর স্বাস্থ্য বিষয়ে আলোচনা করার পরে এ ব্যাপারে তাদের মতামতও নেওয়া হয়।এসময় ,সুখী জীবন প্রকল্প,পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের শেরপুর জেলা প্রকল্প কর্মকর্তা মো. মোশারফ হোসেন,পরিবার কল্যান সহকারি রায়হানা আক্তার উপস্থিত ছিলেন।