নুরে আলম সিদ্দিকী সবুজ, বগুড়া জেলা প্রতিনিধিঃ আজ বিশ্ব সিঙ্গেল ডে। প্রতিবছর ১১ নভেম্বর তারিখটি শুধুই সিঙ্গেলদের জন্য।প্রেমিক যুগলরা নিজেদের মধ্যে প্রতিটা মুহূর্ত উপভোগের পাশাপাশি উদযাপন করে থাকেন ভালোবাসা দিবসসহ নানা দিবস। আর এসব দিবসগুলো সিঙ্গেলদের জন্য একটু বিরক্তিকরই।
তবে, সিঙ্গেলদের জন্যও রয়েছে সুখবর। কারণ, বছরের বিভিন্ন দিবসের ভিড়ে তাদের জন্যও রয়েছে একটি বিশেষ দিন। আর সেই দিনটিই আজকের দিন। কারণ, ১১ নভেম্বরকে সারাবিশ্বে পালন করা হয় ‘সিঙ্গেলস ডে’ হিসেবে।
বগুড়া সোনাতলা উপজেলায় ১১ নভেম্বর শুক্রবার রাতে “ফ্রী ভলানটিয়ার্স অব বাংলাদেশের” আয়োজনে শতাধিক সিঙ্গেলকে নিয়ে কেক কর্তনের মধ্যে দিয়ে সিঙ্গেল দিবস পালন করে।
যেমন ভাবা তেমন কাজ। তারা আয়োজন করে ফেলেন অনুষ্ঠানের। কলেজের অনেক সিঙ্গেল তরুণ-তরুণী সে অনুষ্ঠানে যোগ দিয়েছিল।