মোঃ ইনছার আলীর ছেলে মোঃ মিনারুল (৩৫),
মৃত অকিম উদ্দিনের ছেলে মোঃ মতিউর (৪৫),মোঃ দুদুর ছেলে মোঃ জুলু মিয়া (৩০) ও মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ সিরাজুল ইসলাম।অপরদিকে প্রতিপক্ষ উপজেলার উত্তর গোসাইবাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ জিয়াউর রহমান জানান, তিনি গত ৪ আগস্টে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তার অভিযোগে উল্লেখ করেন, তার ফুফু মোছাঃ রেহেনা বেগমের নিকট থেকে বিগত গত ৪ আগস্ট ২০২২ ইং তারিখের ৩১২২নং রেজিঃ কবলামূলে ২.৫০ শতক সম্পত্তি ক্রয় করে দখলভোগ করে আসতেছিলো। উক্ত সম্পত্তিতে বিল্ডিং নির্মানের জন্য গত ১০ নভেম্বর নিম্ন তপশিল বর্নিত সম্পত্তি মাপজোক শুরু করে। সেখানে কোন প্রকার স্বত্ব দখলদার না থাকা সত্ত্বে মৃত গোলাম উদ্দিনের ছেলে আব্দুর রশিদ আকন্দ তার সহযোগী সন্ত্রাসী বাহিনী হাতে শাবল, লোহার রড়, কাঠের বাটাম দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এসে মাপজোকের কাজে বাঁধা দেয় এবং মাপজোকের খুঁটি সরিয়ে ফেলার চেষ্টা করে। এসময় তাদেরকে বাঁধা দিলে তারা গালিগালাজ সহ মারপিট এবং খুন জখমের হুমকি প্রদান করে। এঘটনায় জিয়াউর রহমান গত ৪ আগস্ট ৬জনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান উভয় পক্ষের অভিযোগের বিষয় নিশ্চিত করে বলেন, আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যেহেতু জমিজমা সংক্রান্ত বিষয় তাই উভয় পক্ষকেই বিজ্ঞ আদালতের সরনাপন্ন হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।