সামিউল ইসলাম সনি,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিতে উক্ত বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল হালিম। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, উপজেলা কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা কুদরত আলী। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল হালিম জানান, ২০২২-২৩ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সারিয়াকান্দি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক ৬৭১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হচ্ছে । ১৫০০ জন কৃষককে জন প্রতি ২০ কেজী গম বীজ,১০ কেজী ড্যাব,১০কেজী এমওপি, ৩২০০জন কৃষককে জন প্রতি ১ কেজী সরিষা বীজ, ১০ কেজী ড্যাব,১০কেজী এমওপি,৬০০জন কৃষককে জন প্রতি ২ কেজী ভুট্ট্রা বীজ,২০কেজী ড্যাব, ১০কেজী এমওপি, ৬০জন কৃষককে জন প্রতি ১কেজী পেঁয়াজ বীজ, ১০ কেজী ড্যাব,১০কেজী এমওপি,২০জন কৃষককে জন প্রতি ৫কেজী মসুর বীজ,১০ কেজী ড্যাব,৫ কেজী এমওপি,৩০জন কৃষককে জন প্রতি ১কেজী সূর্য্যমুখী বীজ, ১০ কেজী ড্যাব,১০কেজী এমওপি, ৫০ জন কৃষককে ৫ কেজী মুগ বীজ, ১০ কেজী ড্যাব,৫কেজী এমওপি এবং ১২০৫জন কৃষককে জন প্রতি ৫ প্রকারের সবজী বীজ বিনামূল্যে বিতরন করা হবে ।