মোঃ রনি আহমেদ, জেলা প্রতিনিধি: কুমিল্লায় গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়িতে সশস্ত্র ডাকাত দলের হামলা চালিয়েছে। এসময় ‘বন্দুকযুদ্ধে’ আবু ইউসুফ (২৯) নামে এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া। এর আগে সোমবার (২৮ নভেম্বর) দিবাগত রাত অনুমানিক ২টা ৫০ মিনিটে কাকিয়াচর নামক এলাকায় এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। আহত ডাকাত সদস্যের নাম আবু ইউসুফ। তিনি বুড়িচং উপজেলার হালগাঁও গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।ওসি রাজেশ বড়ুয়া জানান, কুমিল্লা ডিবির একটি দল বুড়িচং থানাধীন নিমসার হতে কংসনগর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথে আবিদপুর যাওয়ার রাস্তায় কাকিয়াচর নামক এলাকায় ডিবির গাড়িটি পৌঁছালে গাড়ির চাকায় হঠাৎ করে বিকট আওয়াজ শোনা যায়। এসময় ড্রাইভার গাড়ি থামায়। গাড়ি থামার সঙ্গে সঙ্গেই রাস্তার পার্শ্ববর্তী ধানক্ষেত হতে ৭-৮ জন সশস্ত্র ডাকাত দল গাড়িটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে। ডিবির অফিসার ও ফোর্সরা দ্রুত গাড়ি থেকে নামলে সশস্ত্র ডাকাত দল ডিবির জ্যাকেট পরিহিত পুলিশ দেখে আক্রমণাত্মক হয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। তখন ডিবি পুলিশ পাল্টা গুলি শুরু করলে ডাকাত দল পালাতে থাকে। এসময় ডাকাত সদস্য আবু ইউসুফ গুলিবিদ্ধ হন। পরে তাকে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।ডিবি ওসি আরও জানান, ঘটনাস্থল হতে একটি পাইপ গান, একটি ছেনী দা, একটি কিরিচ, একটি লোহার রড, একটি কার্তুজ জব্দ করা হয়। সেখানে ৬ ছয় রাউন্ড গুলি বিনিময় হয়। পলাতক ডাকাতদের বিরুদ্ধে বুড়িচং থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের ২টি মামলা করা হয়েছে।কুমেক হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার নিশাদ সুলতানা ঢাকা মেইলকে জানান, আহত ডাকাত সদস্য কুমেক হাসপাতালের ২য় তলায় ক্যাজুয়েলেটি বিভাগে পুলিশ পাহারায় ভর্তি রয়েছেন। তার চিকিৎসা চলছে।