শেখ মিহাদ ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক ও জনপদ বিভাগের খামখেয়ালিতে ৩ কি.মি ব্যবধানে জিরো পয়েন্ট রয়েছে দুটি।সরে জমিনে গিয়ে দেখা যায়, সড়ক ও জনপদের মাইল স্টোন পিলার গুলো দেখে মনে হয় যেন ইচ্ছে মতো বসানো হয়েছে। এক সময় নিউ মার্কেটের দক্ষিণ পূর্ব পাশে জিরো পয়েন্ট থাকলেও কয়েক বছর আগে নতুন করে কয়েকশ গজ এগিয়ে জেলা পরিষদ মার্কেটের উত্তর পূর্ব কোনে বসানো হয়েছিল জিরো পয়েন্টের পিলারের মাইল স্টোন। আবার নবীনগরস্থ জিরো পয়েন্ট থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে নারায়ণপুরস্থ কোনাঘাট মোড়ের পশ্চিম পাশে বসানো হয়েছে আরেকটি জিরো পয়েন্ট।লতাছাড়া কি.মি মাপেও রয়েছে অনেক ভুল। নবীনগরস্থ জিরো কি.মি থেকে মাঝিকাড়াস্থ কাঠ পট্টি পর্যন্ত ১ কি.মি থাকলেও আবার ৫ কি.মি দূরে নবীনগরকে নির্দেশ করছে নবীনগর ১ কিলোমিটার! নবীনগর থেকে মাঝিকাড়া ১ কি.মি. হলোও তার দুরত্ব ২ গুন সমান ২ কি.মি পিলারটি! এছাড়া সওজের অধীনে থাকা জমিজমাও চলে যাচ্ছে ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলে। দুরত্ব না মেপে ও একাধিক জিরো পয়েন্টে সওজের খামখেয়ালিপনায় ক্ষুদ্ধ বিজ্ঞবান ও নেটিজেনরা। সওজের নবীনগর জোনাল অফিসে গিয়ে দেখা যায় তালা! স্থানিয়রা জানান বেশির ভাগ সময়ই তালা মারা থাকে সওজের অফিসে।