জেলা প্রতিনিধি বগুড়াঃ আবারও গ্রেফতার হয়েছে সোনাতলা পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু। থানা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১০’ই আগষ্ট বগুড়ার সোনাতলা পৌর এলাকার কামারপারা গ্রামে বিস্ফোরক ও নাশকতার ঘটনা ঘটে। এঘটনায় উপজেলার জোরগাছা ইউনিয়নের আনিছুর রহমানের ছেলে জোরগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আঃ মতিন আহত হয়। এসময় তিনি বাদি হয়ে পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু কে প্রধান আসামি করে ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ মোতালেব এর নির্দেশে ওসি তদন্ত আঃ মান্নান সরকার ওই মামলাটি তদন্ত করে ১ নং আসামি পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুর নাম কেটে দিয়ে আদালতে চার্জশিট দাখিল করেন। এতে বাদি তার তদন্ত নারাজি হিসেবে মামলাটির পুনঃতদন্তের আবেদন করেন। এরপর বিজ্ঞ আদালতের নির্দেশে তদন্তটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে দেয়া হয়। পরবর্তীতে তারা তদন্তের মাধ্যমে পৌর মেয়রকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এঘটনায় দীর্ঘ ৬ বছর পর ৫’ই ডিসেম্বর সোমবার পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু মামলার জামিনের জন্য আদালতে হাজিরা দিতে গেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।