পাট ,সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও শ্রমিক ফেডারেশনের নেতা শেখ বাবুল হোসেনের পরিচালনায় এ সময়ে আরো উপস্থিত ছিলেন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহাসেন জুট মিল এর ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান শ্রমিক নেতা আমির মুন্সী, আফিল জুট মিলস মজদুর ইউনিয়ন এর সাধারণ সম্পাদক নিজামুদ্দিন, শ্রমিক লীগ নেতা ও শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক লিয়াকৎ মুন্সী, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইনজিল কাজ, বীর মুক্তিযোদ্ধা মহতাব উদ্দিন, বাবুল শেখ, মুক্তিযোদ্ধা আজাহার মাতব্বর, অদ্ভুত শরীফ ,মুক্তিযোদ্ধা ওহিদ মুরাদ ,ওহাব,আ হামিদ , ফারুক,আমির , মিহির রঞ্জন বিশ্বাস,শ্রমিক ফেডারেশনের নেতা ও হুগলি বিস্কুট কোম্পানির শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, জুট স্পিনার মিলের সিবিএ সভাপতি শহিদুল ইসলাম ,সাধারণ সম্পাদক আবুল কালাম এসময় সভায় শ্রমিক নেতৃবৃন্দ বলেন ।বর্তমান শ্রমিক বান্ধব সরকার ২০১৩ সালে ব্যক্তি মালিকানা জুট মিলে ২৭০০ টাকা মজুরি স্কেল ঘোষণার পর মালিকপক্ষ নানা অজুহাতে খুলনা শিল্প এলাকার একে একে সকল মিল বেআইনিভাবে বন্ধ করে দেয়।
মিলবন্ধের নয় বছর পূর্ণ হলেও মালিক পক্ষ, শ্রমিক কর্মচারীদের গ্র্যাচুইটি সহ কোন পাওনা পরিশোধ করে নাই । যাহা শুধু বেআইনি নয় এটা অমানবিক। তাই নির্যাতিত শ্রমিক কর্মচারী এই স্মারকলিপির মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষে কামনা করেন। এসময় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে গফফারপুর মোড়ে আলোচনা সভার ঘোষণা করেন।