এই নিয়ে ষষ্ঠবারের মতো দিবসটি উদযাপন করে আসছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। তারই ধারাবাহিকতায় মাগুরা জেলা প্রশাসকের আয়োজনে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে আলোচনায় বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ শাহাদাত হোসেন মাসুদ, সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ -উল-হাসান, জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভায় বক্তারা ডিজিটাল বাংলাদেশের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। উক্ত আলোচনা সভায় সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন ।
প্রসঙ্গত, ২০০৮ সালে আওয়ামী লীগ তাদের নির্বাচনি ইশতেহারে ২০২১সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা প্রদান করে । উল্লেখ্য ২০১৭ সালের ২৭ নভেম্বর বাংলাদেশ সরকার ১২ ডিসেম্বর তারিখটি রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা প্রদান করে, ২৬ নভেম্বর ২০১৮তে আইসিটি দিবসের পরিবর্তে এ দিনকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। তারপর থেকে প্রতিবছর ১২ ডিসেম্বর জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর দিবসটি পালন করে আসছে।
দিবসটিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্য ভাষণ প্রদান করেন। প্রধানমন্ত্রী বলেন ২০৪১ সাল এর মধ্যে আমরা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি যখন তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হই আমাকে একা একটা কক্ষে আটকে রাখে সেখানেই একা বসে বসে আমি ২১০১ সাল পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করি। সেই ধারাবাহিকতায় ২০২১সাল ডিজিটাল বাংলাদেশ ২০৪১ সাল স্মার্ট বাংলাদেশ ২১০১ সাল আধুনিক উন্নত বাংলাদেশ ।