এ সময় উপস্থিত ছিলেন ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড এর চিফ অপারেটিং অফিসার মোঃ মোহসিনুল আলম, জিএম হোজাইফা ইবনে সিরাজ, সোনারগাঁও প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক আশরাফুল আলম ও ইয়াকুব হোসেন প্রমুখ।
ভ্রমণে অংশ নেয়া ৪ শিক্ষার্থীর সঙ্গে কথা হয় স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে।
তারা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিস্ট নামে তাদের একটি সংগঠন রয়েছে । এ সংগঠনে ১৫০ জন সদস্য । সবাই সামাজিক কর্মকান্ডের সঙ্গে জড়িত। সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে আমরা বুঝতে পেরেছি, আমাদের নৈতিক উন্নয়ন হলেই সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন হবে। সকল ক্ষেত্রে দুর্নীতি রোধ হবে। আর দুর্নীতি রোদ হলে টেকসই উন্নয়ন হবে।
তারা আরো বলেন, আগামী ৩ দিনের মধ্যে এই ভ্রমণ সম্পন্ন করবেন। এই মধ্যে তারা বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছেন। তাদের এ টেকসই উন্নয়নের স্লোগানের সাথে ভ্রমন পথের বিভিন্ন পেশাজীবী লোকজন একাত্মতা পোষণ করে উৎসাহ যুগিয়েছেন।