খগেন্দ্র-শান্তি ফাউন্ডেশন এর উদ্দ্যোগে মেডিকেল ক্যাম্প
উত্তম চাকমা, মহালছড়ি উপজেলা প্রতিনিধি
আপডেট :
রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
উত্তম চাকমা, মহালছড়ি উপজেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) : খাগড়াছড়ি জেলা মহালছড়িতে ২নং মুবাছড়ি ইউনিয়নে মিলনপুর বনবিহার বেইনঘর প্রাঙ্গনে ‘খগেন্দ্র- শান্তি ফাউন্ডেশন (প্রস্তাবিত) এর উদ্দ্যোগে, Ortho Kids & Trauma Centre এর সার্বিক তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য সেবা, ঔষধ বিতরণ, রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয়, হার্টের রোগ নির্ণয়ে ইসিজি পরীক্ষা এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ ২৫ই ডিসেম্বর ২০২২ইং, রবিবার সকাল ৯ টা থেকে ৩ টা পযন্ত।প্রতি বছর বিভিন্ন দুর্গম এলাকায় অসহায় চিকিৎসা – বঞ্চিত মানুষের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে খগেন্দ্র – শান্তি ফাউন্ডেশন এর সার্বিক তত্ত্ববধানে সম্পুর্ন বিনামুল্যে চিকিৎসা সেবা কার্যক্রমটি গত বছর থেকে শুরু হয়। তারই ধারাবাহিকতা এই বছর মহালছড়ি উপজেলা ২নং মুবাছড়ি ইউনিয়নে মিলনপুর বনবিহার বেইন ঘর প্রাঙ্গণে সম্পুর্ন বিনামুল্যে স্বাস্হ্য সেবা প্রদান করা হয়েছে।উক্ত মেডিকেল ক্যাম্পে যেসকল বিশেষজ্ঞ ডাক্তারগন চিকিৎসা সেবা প্রদান করেছেন। অর্থো পেডিক রোগ বিশেষজ্ঞ, ডা. আশিষ তঞ্চঞ্যা,ডা. সুবীর চাকমা, ডা. অগ্নিভ চাকমা তুর্য। সার্জারি, কিডনী এবং মুত্রতন্ত্রের রোগ বিশেষজ্ঞ, ডা. দিগন্ত চাকমা,।শিশু রোগ বিশেষজ্ঞ, ডা. রাজেন্দ্র ত্রিপুরা,ডা. রিপল বাপ্পি চাকমা,বক্ষ ব্যাধি ও হৃদরোগ বিশেষজ্ঞ, ডা. উশেমং মারমা (রাঙামাটি)। গাইনী এন্ড অবঃ (মহিলা) রোগ বিশেষজ্ঞ,ডা. বিউটি চাকমা। চর্ম রোগ বিশেষজ্ঞ, ডা. দীপা ত্রিপুরা শুক্লা। দন্ত রোগ প্রযুক্তিবিধ,ডা.সানু মারমা। স্নায়ু রোগ (নিউরো মেডিসিন) বিশেষজ্ঞ ডা. মোঃ রুবেল। ,মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ, ডা. নুনুমং মারমা,ডা. সজীব চাকমা, ডা. ক্যাচিংহ্লা মারমাএই স্বাস্থ্য সেবা ক্যাম্পে জাতি-ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেনীর মানুষ চিকিৎসা সেবা দিতে খাগড়াছড়ি সদর হাসপাতালে ডা. নয়ন ময় ত্রিপুরা মিডিয়া কে বলেন। তার মা বাবা নামে এই খগেন্দ্র – শান্তি ফাউন্ডেশনটি পরিচালনা করেন। সম্পুর্ন বিনামুল্যে চিকিৎসা সেবা কার্যক্রমটি ortho kid @ trauma centre এর সার্বিক তত্ত্ববধানে প্রতি বছর বিভিন্ন এলাকায় বিজয়ের মাঝে করার জন্য চেষ্টা অব্যাহত থাকবে।