ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অভিনব কায়দায় চুরি হওয়া গরুর বেপারীর ১২ লাখ টাকা ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে ফুলপুর থানা পুলিশ। প্রতারক ইঞ্জিল হক অভিনব কায়দায় ইউনুছ আলী বেপারীর সাথে বন্ধুত্ব তৈরি করে।
গত প্রায় ৩ মাস যাবৎ ইউনুছ আলী বেপারীর সাথে বিভিন্ন বাজারে গরু কেনাবেচার জন্য সূত্র ধরে সখ্যতা তৈরি করে। সুযোগ সন্ধানী ইঞ্জিল হক গত রবিবার ইউনুছ আলী বেপারীর সাথে গরু কিনতে আমুয়াকান্দা বাজারে আসে। ভোর বেলায় সুযোগ বুঝে ইউনুছ আলী বেপারীর সাথে থাকা ১২ লক্ষ ৭৫ হাজার টাকা নিয়ে ইঞ্জিল হক পালিয়ে যায়। অনেক খুঁজাখুজির পর প্রতারক ইঞ্জিল হককে না পেয়ে ফুলপুর থানায় মামলা দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মামুন মহোদয় সমস্ত ঘটনার বিবরণ শুনে, মামলা রুজু করে এস.আই (নিঃ) মোফাখখির উদ্দিনকে মামলার তদন্তভার গ্রহণ প্রধান করেন । চৌকস অফিসার মোফাখখির উদ্দিন বিভিন্ন তথ্য এবং বিশেষ প্রযুক্তির মাধ্যমে নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার গহিন চরাঞ্চলে অভিযান চালিয়ে প্রতারকচক্রের প্রধান আসামী ইঞ্জিল হক এবং তার সহযোগী রুমা বেগম,মোঃ জুয়েল মিয়া সহ ৩ জনকে আটক করে। এবং চুরিকৃত নগদ ১২ লক্ষ ১০ হাজার টাকা উদ্ধার করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করে। সাম্প্রতিক সময়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মামুন মহোদয়, ফুলপুরে বিভিন্ন অপরাধ নির্মূল, সাজা প্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতার, হারিয়ে যাওয়া মানুষদের বাড়িতে ফেরানো, জুয়া,মাদক নিয়ন্ত্রণে ব্যাপক আলোড়ন তৈরি করে সাধারণ মানুষের আস্থা অর্জন করে চলেছেন।
এবিষয়ে ফুলপুর থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন মহোদয় জানান, যেকোন অপরাধ নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। সেবা প্রার্থীরা সবসময় নির্বিঘ্নে সরাসরি আমার কাছে আসতে পারেন।