শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাজমিস্ত্রি রণি জানান,তারাদের বাড়ি চাপাইনবাবগঞ্জের বাবুপাড়ার হাটকালিগঞ্জের বটতলা।তারা শ্রীধরপুর গ্রামের আসলাম মিয়ার বাড়িতে বিল্ডিং তৈরির কাজ করেন।রাজমিস্ত্রির এই গ্রæপটি ২ বছর আগে আসলাম মিয়ার প্রতিবেশী ইশ্রাফিলদের বাড়ির বিল্ডিং তৈরি করে।এর সুবাদে ঠিকাদার অহিদের সাথে ওই বাড়ির এক নারীর অনৈতিক সম্পর্ক গড়ে উঠে। মঙ্গলবার রাতে ঠিকাদার ওই বাড়িতে অনৈতিক সম্পর্কের জন্য গেলে রণি সেখানে পাহাড়া দিতে গিয়ে ধরা পরে।এব্যাপারে চেয়ারম্যান ফারুক হোসেন বলেন,রাতে ডাকাতির ঘটনা শুনেই আমি পুলিশকে ফোনে জানিয়েছি।পরদিন উত্তেজিত লোকজন ৬ জনকে মারধর করেছে। তাদের মধ্যে ২ জনকে থানায় নিয়ে এসেছি। বাকী ৪ জন হয়তো নিজেদের মত করে চলে গেছে।জেলা পরিষদের সাবেক সদস্য ইকবাল মাস্টারকে ফোন করা হলে তিনি ফোন কেটে দেন।শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন,ঘটনাটি ডাকাতি নয়। রাজমিস্ত্রি রণিকে পুলিশ উদ্ধার করেছে।বাকী ২জনকে চেয়ারম্যান থানায় নিয়ে এসেছিল। মারধরের শিকার কেউ থানায় অভিযোগ দিলে তা গ্রহণ করা হবে।