কয়েকদিন আগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরুর দিন উপেজলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে লাঞ্চিত করার রেশ না কাটতেই সেই আলোচিত,বিতর্কিত,দুর্নীতিবাজ প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথের বিরুদ্ধে আবার এসএসসি ভোকেশনাল শাখার পরীক্ষা গ্রহণে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠলো।জানা গেছে, এসএসসি ভোকেশনাল (নবম) সমাপনী পরীক্ষায় সাঁথিয়া পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্রসচিব বিজয় কুমার দেবনাথ গত ০২/০১/২০২৩ তারিখ থেকে ব্যাবহারিক পরিক্ষায় কোন প্রকার কাঁচামাল ক্রয় করেননি। তিনি কোনরূপ ব্যবসায়িক পরিক্ষা না নিয়ে, কোন বহিরাগত পরিক্ষক নিয়োগ না দিয়ে শুধুমাত্র কয়েকজন শিক্ষককে মৌখিকভাবে ডেকে এনে দায়সাড়া হাজিরা খাতায় সাক্ষর নিয়ে পরিক্ষা শেষ করেছেন। প্রত্যেক বিষয়ের পরিক্ষা ফি ২৫ টাকা। আর ব্যবহারিক কেন্দ্র ফি ১৫০ টাকা যার পুরোটাই কেন্দ্রসচিব বিজয় কুমার দেবনাথ পকেটস্থ করেছেন। আর ২৫ টাকা ব্যবহারিক ফি এর অর্ধেক অভ্যন্তরীণ পরিক্ষককে দেয়া হয়। বাকি অর্ধেক কেন্দ্র সচিব বিজয় কুমার দেবনাথ আত্মসাত করেন। কারণ কোন বহিরাগত ( অন্যাভ্যন্তরিন) পরিক্ষক নিয়োগ দেওয়া হয় যা শুধু অনৈতিক নয়, এটা অর্থ আত্মসাৎও বটে। এছাড়া বিগত বছরগুলোতে এসএসসি ভোকেশনাল নবম ও দশম শ্রেণির দুটি করে পরীক্ষা হয়েছে তার অনিয়মের নিউজ বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে প্রকাশ হয় কিন্তু আজও পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি।