এছাড়া জংলীটিলা আর্মি ক্যম্পের অন্তর্গত গোয়ামাহাট পাড়া এলাকার রিনা চাকমা ও জ্যোতিকা চাকমাকে মহালছড়ি জোনের পক্ষ হতে মানব উন্নয়ন কর্মসূচির আওতায় বই ও একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এছাড়াও মহালছড়ি জোনের আওতাধীন সুমন চাকমা, গোয়ামাহাট পাড়া এলাকার পূন্য কুমার চাকমার অর্থাভাবে পড়াশুনা চালিয়ে যাওয়া বন্ধ হওয়ার উপক্রম হওয়ার বিষয়টি মহালছড়ি জোনের নজরে আসলে সুমন চাকমাকে একাদশ শ্রেণির সকল বই ও পূন্য কুমার চাকমাকে উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। শিক্ষার্থীরা শিক্ষা সহায়তা পাওয়ার পর সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন মহালছড়ি জোনের এই মহৎ উদ্যোগ তাদেরকে ভাল ফলাফল অর্জন করার প্রেরণা যোগাবে।
মহালছড়ি জোন জনসাধারণের জীবনমান উন্নয়নে স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিকতার অংশ হিসেবে মেধাবী শিক্ষার্থীদের পাশে দাড়ানো, শিক্ষা সহায়ক সামগ্রী ও শীতবস্ত্র বিতরণসহ নানামুখী জনকল্যাণমূলক কাজগুলো ধারাবাহিকভাবে করে যাচ্ছে।